ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে সৌদিকে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করুন : ইরান

ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে হলে সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সাহায্য বন্ধ করতে হবে। খবর পার্সটুডের।

সোমবার তেহরান সফররত ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিতসের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন তিনি। কামাল খাররাজি বলেন, এই যুদ্ধের দুই প্রধান কারিগর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। আমেরিকা সৌদি আরবকে অস্ত্র ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করে দেয়ার যে কথা মুখে বলেছে তা কার্যকর করে ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে সততার পরিচয় দেবে।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন দেশটিতে একটি গণতান্ত্রিক সরকার ছাড়া আর কিছু চায় না। ইয়েমেনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে সৌদি আরব ইয়েমেনে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ভয় পায় বলে খাররাজি মন্তব্য করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১১:০৩)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com