আমি ঠিক আছি তবে এখনো অনেক কাঁদছি : ইরা

বলিউডের পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খানের একমাত্র মেয়ে ইরা। সম্প্রতি, একটি বিয়ের অনুষ্ঠানে কালো চশমায় চোখ ঢেকে রেখেছিলেন ইরা। কারণ, আপাতত দৃষ্টিতে তাকে হাসিখুশি দেখালেও বিন্দুমাত্র খুশি ছিলেন না তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ইরা জানান, এটি একটি সুখী ও ইতিবাচক ভিডিও নয়, আবার এটা কোনো অসুখী ও নেতিবাচক ভিডিও নয়।
ইরা বলেন, তিনি নিয়মিত ভিডিও পোস্ট করতে চেয়েছিলেন যাতে অনুরাগীরা পুরো বিষয়টা বুঝতে পারেন।
ইরা যে মানসিক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন তা লুকিয়ে রাখেননি। নিজের পরিস্থিতির কথা বোঝাতে বলেছেন, ‘আমি কাজে যেতাম। কাজ করেই যেতাম। বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম। পরদিন উঠে ফের কাজে যেতাম।’

ইরার কথায়, ”আমি বিয়েতে অংশ নিতে চেয়েছিলাম। কারণ শুধু বিছানায় বসে কাঁদতে চাইনি। তবে আমি অনেক ঘুমিয়েছি।
বর্তমান মানসিক অবস্থার কথা জানিয়ে ইরা খান বলেছেন, ‘আমি ঠিক আছি তবে আমি এখনো অনেক কাঁদছি।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন