রাজধানীর মানিকনগর বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, রোববার বিকাল ৩টা ২০মিনিটে সেখানে আগুন লাগার খবর পান তারা।

`বস্তি ধরনের ছোট ছোট টিনশেড ঘর নিয়ে কুমিল্লা পট্টি। সেখানেই আগুন লেগেছে। আমাদের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে, আরও দুটি ইউনিট সেখানে যাচ্ছে।’

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি লিমা খানম।

মুগদা থানায় ওসি প্রলয় কুমার সাহা বলেন, কুমিল্লা পট্টির কবরস্থানের পাশে প্রায় একশ ঘর রয়েছে।
`অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোন খবর এখনও আমরা পাইনি।’

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন