গেইলের দেখা পেতে তর সইছে না শাহরুখ খানের

আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের নিলামে দেখা মিলেছে অনেক চমকের। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড়ের মধ্যে তিনজনেরই দেখা মিলেছে এবার। সবমিলিয়ে নিলাম থেকেই হয়েছে ৮টি রেকর্ড। সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ক্রিস মরিস।

এর বাইরে ঘটেছে একটি মজার ঘটনাও। বলিউড তারকা শাহরুখ খানের নামে নাম রাখা ক্রিকেটার শাহরুখ খানকে চড়া মূল্যে কিনে নিয়েছেন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা। শাহরুখ খানকে কিনে নিলেন প্রীতি জিনতা নিলামের ঐ অংশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার মুখে মুখে শোনা যায় এ কথা।

বলিউড কিংখ্যাত শাহরুখ খান রীতিমতো বিশ্বতারকা হলেও, পাঞ্জাব কিংসের শাহরুখ খান ক্রিকেট অঙ্গনে রীতিমতো নতুন মুখ। ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত খেলেছেন ৫ প্রথম শ্রেণি, ২১ লিস্ট ‘এ’ ও ৩১ টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আইপিএল থেকে পেয়ে গেছেন সোয়া ৫ কোটি রুপির চুক্তি।

এবার ক্রিকেটার শাহরুখ খানের অপেক্ষা তার পাঞ্জাব সতীর্থ ইউনিভার্স বসখ্যাত ক্রিস গেইলের সঙ্গে দেখা হওয়ার। এছাড়া ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে ড্রেসিংরুমে থাকার অভিজ্ঞতা পেতেও মুখিয়ে রয়েছেন শাহরুখ। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

শাহরুখের ভাষ্য, ‘আমি লোকেশ রাহুলকে চিনি এবং তার সঙ্গে কয়েকবার দেখাও হয়েছে। তবে ক্রিস গেইলের সঙ্গে দেখার জন্য আমি উত্তেজিত। তিনি এত জোরে শট করেন! খুবই ভয়ঙ্কর এক ব্যাটসম্যান। আমি খুবই খুশি যে লোকেশ রাহুল, ক্রিস গেইলের মতো সিনিয়রদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব। আমার ওপর আস্থা রাখায় পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ।’

গেইলকে দেখার পর কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে আবার নির্লিপ্ত শাহরুখ, ‘আমি (গেইলকে দেখার পর) শুধু বলব যে, আমার নাম শাহরুখ খান ও আমি পাঞ্জাব কিংসের হয়ে খেলছি। আমি প্রীতি জিনতা ম্যামের সঙ্গে দেখা করার জন্যও মুখিয়ে রয়েছি।’

এসময় নিজের নামের পেছনের গল্পটাও বলেন ক্রিকেটার শাহরুখ খান। যেখানে আবার রয়েছে বলিউড কিং শাহরুখের সরাসরি প্রভাব। ক্রিকেটার শাহরুখের কথা, ‘আমার খালা (মায়ের বোন) শাহরুখ খানের অনেক বড় ভক্ত। তিনি সবসময় আমার মাকে বলতেন, তোর যদি ছেলে হয় তাহলে নাম রাখবি শাহরুখ খান। এভাবেই আমি এ নামটি পেয়েছি।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন