ইন্দোনেশিয়ায় রমজানের তারিখ ঘোষণা

রমজানের তারিখ ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী ১৩ এপ্রিল প্রথম রোজা পালন করা হবে বলে জানানো হয়েছে।

জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয়।

সংস্থাটি জানিয়েছে, ১৩ এপ্রিল রমজান শুরু হবে ইন্দোনেশিয়ায়। একই দিন আরব বিশ্বেও রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে হামারিওয়েব ডটকম জানিয়েছে বাংলাদেশ, ভারত পাকিস্তানসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে।

সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির আসন্ন পবিত্র রমজান মাসের শুরুর দিন ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এ ছাড়া তাদের গণনা অনুযায়ী কোরবানির ঈদ পালিত হবে ২০ জুলাই, মঙ্গলবার (১০ জিলহজ)।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com