রাজধানীর কারওয়ান বাজার হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কারওয়ান বাজারের এই মার্কেটটি টিনশেড দিয়ে তৈরি দোতলা। সেখানে ৭০ থেকে ৮০টির মতো দোকান রয়েছে।পুরে গেছে অর্ধেক দোকান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রহমান জানান, রাত ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৪ টি ইউনিট যায়।পরে আরো ৪ টি ইউনিট যায়।
তিনি বলেন, তবে কীভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। আগুনে কোন হতাহতেরও ঘটনা ঘটেনি। কিন্তু আগুনে অর্ধেক দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি।