জামালপুরের তারাকান্দির চৌরাস্তা মোড়ের জয়নাল আবেদীন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাতে মার্কেটের জাহাঙ্গীর আলমের দোকান থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রথমে এলাকাবাসী ও পরে তারাকান্দি ট্রাক পরিবহনের নেতা লিটন মিয়া খবর পেয়ে যমুনা সারখানার ফায়ার সার্ভিস দল সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে সরিষাবাড়ী থেকে আরেক ফায়ার সার্ভিস দল এসে যৌথভাবে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম জানান, ভয়াবহ আগুণে আমার ১০ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে গেছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবরে স্থানীয় ও সরিষাবাড়ি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না।