আজ পবিত্র শবেমিরাজ

সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে পালিত হবে পবিত্র শবেমিরাজ। মহিমান্বিত এই রজনীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর একান্ত নৈকট্য লাভ করেছিলেন।

ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। মসজিদে মসজিদে চলবে মিলাদ, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত। হিজরি জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয় ১৩ ফেব্রুয়ারি। আর রজব মাস গণনা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে আজ ২৬ রজব রাতে পালিত হচ্ছে পবিত্র শবেমিরাজ।

এ উপলক্ষে নানা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৩:৪০)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com