গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ নছের মার্কেট এলাকায় ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, আমবাগ নছের মার্কেট এলাকায় একটি ঝুটগুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে টিনশেডের গুদাম ও ঝুট পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
Please follow and like us: