ম্যাচের শুরুতে আচমকা গোল খেয়ে বসে পর্তুগাল। সেখান থেকে অবশ্য ভালোভাবে ঘুরে দাঁড়ায় ইউরো চ্যাম্পিয়নেরা। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়োগো জোতা ও জোয়াও পালিনিয়া। তারকাদের জ্বলে ওঠার দিনে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।
বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপের ম্যাচে গতকাল মঙ্গলবার লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। স্বাগতিক লুক্সেমবার্গের হয়ে একমাত্র গোলটি করেন গেরসন রদ্রিগেস।
লুক্সেমবার্গের ঘরের মাঠে ম্যাচের ৩০ মিনিটে আচমকা গোল খেয়ে বসে পর্তুগাল। সতীর্থের ক্রসে ডি-বক্সে দারুণ ডাইভিং হেডে গোলটি করেন ফরোয়ার্ড রদ্রিগেস।
বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠে পর্তুগাল। বিরতিতে যাওয়ার আগে দলকে সমতায় ফেরান জোতা। প্রতিপক্ষের ডি বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন লিভারপুল তারকা।
এরপর বিরতির পর ফিরেই দলকে এগিয়ে নেন রোনালদো। ডান দিক থেকে সতীর্থ থেকে পাওয়া ক্রস একটু সামনে গিয়ে ভলিতে ঠিকানায় পাঠান জুভেন্টাস ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে এটি তাঁর ১০৩তম গোল। ফুটবল ইতিহাসে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইরানের ফুটবলার আলি দাইয়েরকে (১০৯) ছোঁয়ার পথে আরেকটু এগিয়ে গেলেন রোনালদো।
এরপর শেষ দিকে আরেকটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বদলি নামা পালিনিয়া। ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজেরা।