ফরাসি বিমান হামলায় মালিতে ১৯ জনের মৃত্যু

ফরাসি বাহিনীর বিমান হামলায় চলতি বছরের শুরুর দিকে অন্তত ১৯ জন বেসামরিক নিরীহ মানুষের মৃত্যু হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। জাতিসংঘ প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মালির মধ্যাঞ্চলীয় একটি প্রত্যন্ত গ্রামে গত ৩ জানুয়ারি বিমান হামলা চালায় ফরাসি বাহিনী।
ঘটনার পরপরই এ বিষয়ে তদন্ত শুরু করে মালিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা)। ১১৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বাউন্টি নামে ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছিল এবং তাতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটে।

তবে ফরাসি সামরিক বাহিনীর দাবি, তারা জঙ্গিদের ওপর হামলা চালিয়েছিল। ওই সময় গ্রামটিতে কোন বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা অস্বীকার করেছে ফরাসি সামরিক বাহিনী।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন