মধ্যরাতে খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় মধ্যরাতে দুর্বৃত্তরা লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এসময় আহত হয়েছে লিটনের সাথে থাকা বন্ধু আমীন। নগরীর খালিশপুর থানাধীন কাশিপুর এলাকায় গেল রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। লিটন কাশিপুর বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে লিটন ও তার বন্ধু আমীনকে কয়েকজন ফোন করে ডেকে নেয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে লিটন ও আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে লিটন ও আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, রাত ১টার দিকে লিটন নামে এক যুবক খুন হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলার পর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন