কুমিল্লায় সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১০১২

কুমিল্লায় বিগত সাড়ে তিনমাসে বিভিন্ন মাদকদ্রব্যসহ এক হাজার ১২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত দুই হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, সাত হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশি মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদক নির্মূলে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলনে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন