উরুগুয়েকে উড়িয়ে আর্জেন্টিনার বড় জয়

কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে রোববার উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আলবিসেলেস্তেরা। ম্যাচে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার পক্ষে গোলগুলো করেছেন অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং লাউতারো মার্টিনেজ।

বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হওয়া ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে আর্জেন্টিনা। অবশ্য প্রথম ২০ মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করে উরুগুয়েই!

তবে লুইস সুয়ারেজের দুটি দুর্দান্ত প্রচেষ্টাই শক্ত হাতে প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর থেকেই ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে আর্জেন্টিনা।

ম্যাচের ৩৭তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে নেয়া মেসির শট উরুগুয়ের ডিফেন্ডার এবং গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেয়।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল ব্যবধান দ্বিগুন করেন রদ্রিগো ডি পল। এরপর ম্যাচের ৬২তম মিনিটে ডি পলের পাস থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন লাউতারো মার্টিনেজ।

শেষ দিকে বেশ কিছু আক্রমণ করলেও উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার দক্ষতায় আর জালের দেখা পায়নি মেসি-ডি মারিয়ারা।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৪:০২)
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com