ইমোতেই কথা বলেন বেশি প্রবাসী, কেন জানেন?

নিজেদের ভাগ্যোন্নয়নে দেশ থেকে প্রতিবছর বিদেশে পাড়ি জমান অনেকে, যাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়। বিদেশে প্রবাসীরা বছরের পর বছর পরিবার-পরিজন ছেড়ে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান। এই লম্বা সময়ে প্রিয়জনদের সঙ্গে মোবাইল, ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে থাকেন। তবে অধিকাংশ প্রবাসী যোগাযোগ করেন ইমোর মাধ্যমে। কেন তারা ইমো অ্যাপস ব্যবহার করেন এ নিয়ে মনের কথা জানিয়েছেন প্রবাসীরা।

ইমো অ্যাপস ব্যবহার সম্পর্কে ইতালি প্রবাসী মো. শাহাবুদ্দিন ভূঁইয়া সাইফ বলেন, ‘দেশের বাইরে যারা থাকে তাদের মধ্যে একটা বিরাট অংশ লেখাপড়া জানেন না। তাদের কাছে ইমো সবচেয়ে সহজ অ্যাপ। ইন্টারনেটের গতি কম হলেও ভালোভাবে কথা বলা যায় ইমোতে। কিন্তু ইউরোপের কান্ট্রিগুলোতে ইমোর ব্যবহার খুবই কম। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই ইমো ব্যবহার হয়।’

ইমোকে ঝামেলাহীন অ্যাপস উল্লেখ করে সৌদি প্রবাসী তানবির ওমর ফারুক বলেন, ‘ইমো ব্যবহারের কারণ এই অ্যাপস ব্যবহার সবচেয়ে সহজ। আর মেসেঞ্জার, ইন্সটাগ্রাম এগুলো সবাই চালায় না। হোয়াটসঅ্যাপে কথা বলতে গেলে ভিপিএন কানেক্টেড করতে হয়। সর্বোপরি কোনো ঝামেলা ছাড়াই ইমোতে কথা বলা যায়।’

সৌদি প্রবাসী রিয়াজ হাকিম মনে করেন, ইমোতে খরচ সবচেয়ে কম। তিনি বলেন, ‘সৌদি আরব মানেই এখানে ইনটারনেট থাকবে। ইমোতে শূন্য এমবি থাকলেও কথা বলা যায়। অতিরিক্ত কোনো টাকাও লাগে না। এছাড়া যারা ডলারের কলিং কার্ড ব্যবহার করে তাদের অতিরিক্ত টাকা খরচ হয়। প্রবাসীরা টাকার কথা চিন্তা করেও ইমো অ্যাপস ব্যবহার করেন। আর মানুষ যেটা সহজসাধ্য সেটাই ব্যবহার করবে।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় ইমোর ব্যবহার বেশি জানিয়ে সৌদি আরব প্রবাসী মাহফুজ হাসান চৌধুরী বলেন, ‘আসলে ইমো বড় একটা প্লাটফর্ম। কথা বলার জন্য অন্য অ্যাপস থাকলেও সবার সেইসব অ্যাপসের অ্যাকাউন্ট নেই। আর অনেকের থাকলেও মিডলইস্টে ওইসব অ্যাপ বন্ধ থাকার জন্য কথা বলা যায় না। যেমন হোয়াটসঅ্যাপ। আর ফেসবুক আইডি সবার নেই। এজন্য তারা ম্যাসেঞ্জারে কল দিতে পারেন না। অনেকেই আবার ইমোকে ঝামেলা মনে করেন। তবে ইমো কল নোটিফিকেশন ছাড়া অন্য সব নোটিফিকেশন অফ করে ব্যবহার করলে ইমোকে ঝামেলাবিহীন মনে হবে। ইমো খুব সহায়তা সম্পন্ন অ্যাপস।’

লন্ডন প্রবাসী আরিফ খান বলেন, ‘আমি ইমো ব্যবহার করি না। যখন আমার বাবা-মা ওমরাহ হজ করতে সৌদি আরবে গেছেন শুধু সেই সময় ইমো ব্যবহার করেছি। কারণ সৌদি আরবে হোয়াটসঅ্যাপ বন্ধ। এজন্য মানুষ খুব সহজেই ইমো ব্যবহার করতে পারে।’

ইমো নিয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ আলী বলেন, ‘সবচেয়ে সহজ উপায়ে কল করার জন্য ইমো বেস্ট অ্যাপ। অন্য যেগুলো আছে সেগুলোতে কল করা বা কথা বলা অনেক ঝামেলা হয় নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে।’

মধ্যপ্রাচ্য বাদে অন্য দেশের প্রবাসীরা ইমো তেমন ব্যবহার করেন না- উল্লেখ করে লন্ডন প্রবাসী রুহেল বিন ছায়েদ বলেন, ‘প্রবাসীরা সবাই ইমো ব্যবহার করে এটা ভুল কথা। বিদেশ নয়, শুধুমাত্র যারা মধ্যপ্রাচ্যে থাকে তারা ইমো ব্যবহার করে। এটা খুবই বিরক্তিকর অ্যাপস তবে ব্যবহার করা সহজ বিধায় চালায় সবাই। আরেকটা বিশেষ কারণ, মধ্যপ্রাচ্যের দুবাইসহ কিছু দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় না। হোয়াটসঅ্যাপ চালাতে ভিপিএন লাগে যতটুকু জানি, সে হিসেবে ইমো ভরসা। আর ইমো চালানো সহজ দেশের স্বল্পশিক্ষিত মানুষের জন্য, তাই চালায়। মধ্যপ্রাচ্য ছাড়া কোনো জায়গায় কেউ ইমো চালায় না এতো বেশি। আমার নিজেরই ইমো অ্যাকাউন্ট নেই। বিরক্তিকর অ্যাপস।’

ইমো অনেক সহজ একটি অ্যাপস জানিয়ে আমেরিকা প্রবাসী সম্রাট জাহাঙ্গীর ঢাকাটাইমস বলেন, ‘বিদেশ বলতে মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা মূলত ইমো ব্যবহার করে। এছাড়া অন্য দেশের সবাই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা বলে। এছাড়া ইমো অনেক পুরোনো এবং সহজ অ্যাপ। এজন্যই মানুষ বেশি ব্যবহার করে।’

অল্প গতির নেট থাকলেও ইমোতে কথা বলা যায় জানিয়ে সৌদি প্রবাসী নাবিল হাসান প্রিয় বলেন, ‘ইমোতে সংযোগ পেতে অনেক সহজ হয়। কল দিলে ইমোর লাইন খুব দ্রুত পাওয়া যায়। নেটের গতি কম থাকলেও কথা বলা যায়। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, স্ন্যাপচ্যাট বা অন্য যেসব অ্যাপস আছে সেগুলোতে শক্তিশালী নেট লাগে।’ ইমো একটি জনপ্রিয় অ্যাপস জানিয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ আরমান বলেন, ‘আমাদের দেশ এবং সৌদি আরবের প্রবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয়। ইমো দিয়ে কথা বলা খুবই সহজ। এছাড়া নেটটাও খুব ক্লিয়ার। সবার জন্যই সুবিধা হয় কথা বলতে। আর হোয়াটসঅ্যাপ সংযোগ করা কঠিন হয়ে পড়ে। শুধু দেশ থেকে আরেক দেশে কথা বলা যায়। এছাড়া সামাজিক যোগাযোগের অন্য যেসব মাধ্যম যেমন ফেসবুক ম্যাসেঞ্জার, এখানে হাজারও ফ্রেন্ড ফলোয়ার থাকে। এর মধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত-অপরিচিত সবাই থাকে। খুঁজে পেতে ঝামেলা হয়। এইদিক থেকে ইমো সবচেয়ে পছন্দের।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৭:৫৪)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com