ঢাকাই শাড়িতে মোহময়ী রোমানিয়ান গায়িকা ওটিলিয়া

প্রথমবার বাংলাদেশ সফরে এসেই নজর কাড়লেন রোমানিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। শুক্রবার ঢাকায় আসেন ‘বিলিয়নেরা’ খ্যাত এই গায়িকা। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি ধরা দেন লাল টকটকে ঢাকাই শাড়িতে। যা দেখে বুঁদ আট থেকে আশি।

ছবিটি ওটিলিয়া নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে কালো রঙের স্লিভলেস ব্লাউজ আর গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়িতে দেখা যায় তাকে। তার সঙ্গে বাদামি রঙের হাল্কা কার্ল করা খোলা চুলে মাঝখান থেকে সিঁথি করা। ঠোঁটে হাল্কা রঙের লিপস্টিক।

ব্যস, আর কী চাই! পারফেক্ট সাজ। যেনো বাঙালি সাজে অনন্যা ওটিলিয়া। ছবির ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘বাংলাদেশর ট্রেডিশনাল পোশাকে।’ মূলত একটি মুঠোফোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই ওটিলিয়ার এই বাংলাদেশ সফর।

শুক্রবার ঢাকায় আসার পর শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১ নম্বর হলে বসেছিল ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১’ শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখেন এই সংগীতশিল্পী।

গায়িকার বাঙালি সাজ সম্পর্কে এই ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছে। আমরা আগেই পরিকল্পনা করেছিলাম, ওকে আমাদের দেশীয় পোশাক পরাব। সেটাই করেছি আমরা। বাংলাদেশের জামদানিতে দারুণ লাগছিল ওকে।’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে যায় ৫৫ কোটির বেশি। এরপর তার কণ্ঠে আরও কিছু গান জনপ্রিয়তা পেয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন