ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর সোমবার সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো। খবর তাসনিম নিউজের।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রকেট হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তুর্কি ঘাঁটিতে দুই দফা রকেট হামলা হলো।
সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। এজন্য তারা একটি ভিডিও বার্তা প্রকাশ করে।
সংগঠনটি বলেছে, তারা হামলায় ১২২-এমএম গ্রাদ রকেট ব্যবহার করেছে। সংগঠনটি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তুরস্কের ভিতরে যুদ্ধ টেনে নিয়ে যাবে।
উল্লেখ্য, গত ২০ জুলাই কুর্দিস্তানে তুরস্কের বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়। এ হামলার জেরে তুর্কি ঘাঁটিতে একের পর এক রকেট হামলা হচ্ছে।
আপডেট টাইম : মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২, ৯৪ বার পঠিত

Please follow and like us: