বগুড়ার দুই কলেজে পাস করেনি কেউ

রাজশাহী শিক্ষবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়ার দুটি কলেজের কেউ পাস করেনি। এই শিক্ষা প্রতিষ্ঠান দুইটি হলো- বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ ও কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ।

বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলার শীর্ষ এ শিক্ষা কর্মকর্তা জানান, বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ থেকে ছয় ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দু’কলেজের মোট ১১ জন শিক্ষার্থীর সবাই শুধু মাত্র ইংরেজি বিষয়ে ফেল করেছে।

শিক্ষা অফিসার হযরত আলী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। এ বিষয়ে প্রকৃত কারণ খুঁজে দেখা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন