নতুন দল গঠন করতে চান হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে নানা কারণে বারবার উঠে এসেছেন সংবাদের শিরোনামে। সম্প্রতি বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। নির্বাচনে হেরে গিয়েও রয়েছেন আলোচনার কেন্দুবিন্দুতে।

 

গতকাল শুক্রবার রাতে হিরো আলম মুখোমুখি হন জার্মানিভিত্তিক গণমাধ্যম ‘ডয়চে ভেলে’র বাংলা বিভাগের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক টকশোতে। ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ শীর্ষক অনুষ্ঠানটির রাতে প্রচারিত পর্বের বিষয় ছিল ‘রাজনীতির সংস্কৃতি ও হিরো আলম’। সেখানে হিরো আলম ভবিষ্যতে নিজেই নতুন দল গঠন করতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন। সেই সঙ্গে রাজনীতিতে কিছু পরিবর্তন আনতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন হিরো আলমের কাছে জানতে চান, হিরো আলমের রাজনৈতিক লক্ষ্য কী? কোনো জোটে বা রাজনৈতিক দলে যোগ দেবেন কি না? সরকার পক্ষে বা বিপক্ষে যাঁরা আছেন, তাঁদের দলে যোগ দেওয়ার জন্য কেউ কোনো যোগাযোগ করেছেন কি না?

জবাবে হিরো আলম বলেন, ‘আমি সব সময় জনসেবা করা পছন্দ করি। সেই উদ্দেশ্য থেকেই রাজনীতি করা। ভোটের আগে বা পরে বড় কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। কোনো দলে যোগ দিব কি না, এখন পর্যন্ত ঠিক করিনি। ’

খালেদ মুহিউদ্দীন জানতে চান, নিজের কোনো নতুন রাজনৈতিক দল করবেন কি না? জবাবে হিরো আলম বলেন, ‘সবারই স্বপ্ন থাকে দল করার। আমারও নতুন দল করার ইচ্ছা আছে। আমি দল করলে নতুন কিছু নিয়ে আসব। কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, সুষ্ঠুমতো ভোট হবে। যাঁর যাঁকে ভালো লাগবে, তাঁকে ভোট দিবেন। সমাজের জন্য কাজ করবেন। ’

কী রকম রাজনৈতিক দল করতে চান, লক্ষ্য ও উদ্দেশ্য কী হবে- এ প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘নতুন দল করলে পরিবর্তন কিছু নিয়ে আসব। রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সমাজ পাল্টাতে হবে। দলের কিছু পরিবর্তন আনতে হবে। ’

হিরো আলম আরও বলেন, ‘এখন যেসব রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে। যাঁরা চালাচ্ছেন, একই রকমভাবে চালাচ্ছেন। যিনি ক্ষমতায় আছেন, তাঁর বাবাও আছে, বাবা গেলে ছেলে আছে। তাঁরা কিন্তু দলে আসন ছাড়ছেন না। এতে দলে এবং দেশে কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের পরিবর্তন করতে গেলে নতুনদের পদ ছেড়ে দিতে হবে। পরিবর্তন আনার জন্য নতুনদের সুযোগ দিতে হবে। ’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৪:৫৭)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com