বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি। 

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ডেইজী সারোয়ার বলেন, শেখ হাসিনাকে নির্বাচিত করেই ঘরে ফিরবে যুব মহিলা লীগ।

সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, বরাবরের মতো আগামী জাতীয় নির্বাচনেও যুব মহিলা লীগ রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।

২০২২ সালের ১৫ ডিসেম্বর জাতীয় সম্মেলনের প্রায় সাত মাস পর ১৬৩ জনকে সদস্য করে যুব মহিলা লীগের কমিটির আকার বাড়ানো হয়। গতকাল (রোববার) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পেয়েছেন ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আটজন, বিভিন্ন সম্পাদক পদে ৪১ জন এবং সদস্য পদে ৮২ জনকে রাখা হয়েছে।

গত বছরের ১৫ ডিসেম্বর আয়োজিত সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন ডেইজী সারোয়ার। আর সাধারণ সম্পাদক হন শারমিন সুলতানা লিলি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com