পরিচালকের টাকা ফেরত দেবেন শাকিব খান

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের। সে হিসেবে ছবিটির জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি। এবার সে টাকাই পরিচালককে ফেরত দেবেন এ নায়ক। কারণ, তিনি আর ছবিটি করছেন না।

পরিচালকের এই ছবি ফিরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে যা জানা গেল তা হলো, ‘প্রিয়তমা’ সিনেমার সফলতার পর দর্শকদের রুচি সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছেন শাকিব খান। যার ফলে তিনি তেমনই গল্প ও মেকিং নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সিনেমার কাজে হাত দেবেন না। এমনটাই জানিয়েছেন শাকিব খানের একাধিক ঘনিষ্ঠ সূত্র।

একসময় শাকিব খান ও বদিউল আলম খোকন জুটি মানেই ছিল ঢালিউডে ব্যবসাসফল সিনেমার গ্যারান্টি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচিতেও এসেছে আমূল পরিবর্তন। তাই তো দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিলেন শাকিব খান।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেই পারিশ্রমিক হিসেবে নেওয়া অগ্রিম টাকা ফেরত দেবেন এ নায়ক। যদিও এর আগে পরিচালক জানিয়েছিলেন, শাকিব খান আমেরিকা থেকে ফিরলেই শুট শুরু করবেন তিনি।

উল্লেখ্য, শাকিব খান প্রযোজিত প্রথম সিনেমা ‘হিরো: দ্য সুপারস্টার’-এর পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। এ নির্মাতার সর্বশেষ সিনেমা ‘আগুন’র নায়কও তিনি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com