বলিউডে সবচেয়ে বেশি আয়কর দেন কোন অভিনেত্রী?

বর্ত

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬-’১৭ আর্থিক বর্ষে আয়কর হিসাবে ১০ কোটি টাকা দিয়েছেন দীপিকা। এর পর থেকে প্রতি বছর প্রায় সমপরিমাণ অর্থ আয়কর দিয়ে এসেছেন দীপিকা।

ফোর্বস সূত্রে জানা গেছে, ২০১৯ সাল নাগাদ উপার্জনের নিরিখে রোহিত শর্মা, অজয় দেবগন এবং রজনীকান্তের মতো তারকাদেরও ছাপিয়ে গিয়েছিলেন দীপিকা। এমনকি সর্বাধিক উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথম দশে নাম লিখিয়ে ফেলেন অভিনেত্রী।

দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন দীপিকা।

মানে বলিউডে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্যা রাই বচ্চন, কিয়ারা আদভানি, ক্যাটরিনা কাইফের মতো নায়িকারা। তবে উপার্জনের নিরিখে বহু অভিনেত্রী তালিকার প্রথম সারিতে নাম লেখালেও কে সবচেয়ে বেশি আয়কর দেন তা জানেন? সেই তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

শুধুমাত্র ছবিতে অভিনয়ের মাধ্যমেই নয়, বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের মুখ হিসাবেও কাজ করেন বলি অভিনেত্রীরা। অভিনয়ের পাশাপাশি পোশাক প্রস্তুতকারী সংস্থাও খুলেছেন আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো বলি তারকারা।

বিজ্ঞাপনে অভিনয়ের জন্যও কোটির গুণিতকে আয় করেন দীপিকা। প্রতি বিজ্ঞাপনে অভিনয় করে আনুমানিক ৮ কোটি টাকা উপার্জন করেন তিনি।

দীপিকার পর বলি অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক আয়কর প্রদান করেন আলিয়া। প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকা আয়কর দেন অভিনেত্রী।

২০১৩-’১৪ আর্থিক বর্ষে সর্বাধিক আয়কর দিয়ে বলি অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন ক্যাটরিনা কাইফ। ওই আর্থিক বর্ষে ৫ কোটি টাকা আয়কর দিয়ে শীর্ষে ছিলেন ক্যাটরিনা।

আয়কর প্রদানের ক্ষেত্রে শীর্ষে থাকলেও উপার্জনের নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। উপার্জনের নিরিখে প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com