দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের সব গাড়ি চালকের মেডিকেল চেকআপের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুলাই) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে গাড়ি চালক মো. জাহাঙ্গীর হোসেনের (৪৮) চালনায় দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে একজন পথচারীও নির্মম মৃত্যুর শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সব গাড়ি চালকের মেডিকেল চেকআপের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এরইমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, অপারেশনাল কাজে যাওয়ার সময় গাড়ি চালনারত অবস্থায় মৃত্যুবরণকারী জাহাঙ্গীর হোসেন ১৯৯৪ সালে গাড়ি চালক হিসেবে চাকরিতে যোগদান করেন। তার নিজ জেলা কুমিল্লা। তিনি ২ মেয়ে ১ ছেলের জনক ছিলেন। ময়নাতদন্ত শেষে ড্রাইভার জাহাঙ্গীর হোসেনের মরদেহ তার কর্মস্থল হাজিগঞ্জে জানাজা শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।