স্বেচ্ছাসেবক লীগের মিছিলে গিয়ে পদ হারালেন যুবদল নেতা

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের মিছিলে যাওয়ায় দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে মহানগর যুবদল। তারা হলেন- নগরীর ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।

রোববার (২৪ জুলাই) মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জাহেদুল করিম ও লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ ঢাকা পোস্টকে বলেন, দুজনেই প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এ কারণে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com