হাসপাতাল থেকে শিশু চুরি, সন্দিগ্ধ নারীকে খুঁজছে পুলিশ

রাজধানীর হাজারীবাগ মাতৃসদন হাসপাতাল থেকে শিশু অপহরণের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে এক নারীকে শনাক্ত করেছে হাজারীবাগ থানা পুলিশ। তবে তার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

গত ১৮ জুলাই হাজারীবাগ পার্কের পাশে নগর মাতৃসদন হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুর বাবার নাম বাবুল ও মায়ের নাম আদুরি।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, শিশুর পিতার অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় গত ২০ জুলাই একটি মামলা দায়ের করা হয়। মামলা তদন্তকালে পুলিশ স্থানে থাকা সিসিটিভিতে ধারণকৃত ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করে।

ভিডিও ফুটেজে দেখা যায় যে, এক নারী শিশুটিকে নগর মাতৃসদন হাসপাতাল থেকে অপহরণ করে কোলে করে নিয়ে যাচ্ছে।

পুলিশ বলছে, মামলার সুষ্ঠু তদন্ত ও অপহৃত শিশু উদ্ধারের জন্য ওই নারীর00 সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ তার সন্ধান জেনে থাকেন তা হলে হাজারীবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৬১১) অথবা অফিসার ইনচার্জের (০১৩২০-০৩৯৬০৪) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com