মুনাফা বেড়েছে চার ব্যাংকের

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের চার প্রতিষ্ঠানের। চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ব্যাংকগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

দ্বিতীয় প্রান্তিকে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যা গত বছর একই সময়ে ১ টাকা ৫৮ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় বেড়েছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা। যা ২০২২ সালে ছিল ২টাকা ১০ পয়সা।

মুনাফায় ৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬ পয়সা। যা ২০২২ সালে ছিল ৪১ টাকা ৭৩ পয়সা।

পূবালী ব্যাংক

দ্বিতীয় প্রান্তিকে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। যা গত বছর একই সময়ে ১ টাকা ১৭ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় বেড়েছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭১ পয়সা। যা ২০২২ সালে ছিল ২ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে।

৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪২ টাকা ৭৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ৩৮ টাকা ৬৭ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক

এপ্রিল থেকে জুন সময়ে এ ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। যা গত বছর একই সময়ে ১ টাকা ৪১ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় বেড়েছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। যা ২০২২ সালে ছিল ২ টাকা ৩২ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে।

৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ৮২ পয়সা। যা ২০২২ সালে ছিল ১৯ টাকা ১ পয়সা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৭৮ পয়সা। যা গত বছর একই সময়ে ৩৪ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।

দ্বিতীয় প্রান্তিকের পাশাপাশি চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয়ও বেড়েছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা। যা ২০২২ সালে ছিল ৮৭ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে।

৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৪১ পয়সা। যা ২০২২ সালে ছিল ১৯ টাকা ৮১ পয়সা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com