আমিরাতে বিএনপির প্রতিবাদ সভা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এবং বিএনপি নেতাদের গ্রেপ্তারে প্রতিবাদ সভা করেছে মোছাফ্ফা জাতীয়তাবাদী যুবদল। 

শনিবার (২৯ জুলাই) মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মদ হাছান বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফউদ্দিন তারেকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম।

এ সময় দিদারুল আলম বলেন, সরকারকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে এক দফা দাবি দেওয়া হয়েছে তা মানতে হবে। তিনি আরও বলেন, বিএনপি একটি শক্তিশালী এবং সফল সংগঠন। তাই এ দাবি না মানা পর্যন্ত সংগ্রাম ও প্রতিবাদ চলবে।

পাশাপাশি দিদারুল আলম বলেন, দলের প্রয়োজনে, গুরুত্বপূর্ণ মুহূর্তে মোছাফ্ফা যুবদলের আজকের এ প্রতিবাদ সভা ইতিহাস হয়ে থাকবে।

এছাড়াও দলাদলি নয়, মোছাফ্ফা যুবদলের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে মোছাফ্ফা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে, কষ্টে রয়েছে, নিরাপত্তাহীনতায় আছে দেশ। তাই দেশকে নিরাপদে রাখতে হলে বিএনপির কোনো বিকল্প নেই।

বিশেষ বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য হাজী মুহাম্মদ জসিম, মুহাম্মদ ইকবাল সিকদার, মোছাফ্ফা জাতীয়তাবাদী যুবদলের প্রধান উপদেষ্টা আলম মাহাবুব রানা, মুহাম্মদ শাহজাহান ছোটন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ কামাল, আহমদ কবির, মুহাম্মদ নিজাম উদ্দিন, আজিম উদ্দিন শাহ বাচ্চু, মুহাম্মদ রাসেল খান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাস্টার ইউছুপ, ফারক আজম, শাহা জামান চৌধুরী, মুহাম্মদ রাশেদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সভাপতি মোশাররফ, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মুফিজ, সৈয়দ ফোরকান, মনজুর আলম, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ এরশাদ, মনছুর,সোহেল, রোবেল, রাশেদ, দিদার, জাবেদ, মমিনুল  ইসলাম, মাইনুউদদীন, আবু তাহের, মহসিন, একরাম উদদীন, আবুল কাসেম, ইসলাইল, জুয়েল আহমেদ, আহমদ উল্লাহসহ আরও অনেকে।

সহ-সাংগঠনিক সম্পাদক সেকান্দর বাদশার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ মুরাদ।

সবশেষে সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মুহাম্মদ হাছান বাহাদুর বলেন, কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন তৃণমূলের যেসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি চাই। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সাথে মিল রেখে প্রবাসেও আন্দোলন অব্যাহত থাকবে।

দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মোছাফ্ফা যুবদল দলের স্বার্থে কাজ করছে। তাই যারা সংগঠন করতে ইচ্ছুক তাদেরকে মোছাফ্ফা যুবদলের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com