নির্মাণ শ্রমিকদের ডেঙ্গুবিষয়ক সচেতনতা সভা করল ডিএসসিসি

নির্মাণ শ্রমিকদের মধ্যে ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাসাবো এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন নির্মাণ শ্রমিক অংশ নেন।

৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন এবং বেসরকারি আবাসন প্রতিষ্ঠান এমবিট হোমস লিমিটেডের সহযোগিতায় সভাটি করেছে সংস্থাটি।

আলোচনা সভায় অঞ্চল-২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাৎ মোহাম্মদ সালেহ প্রধান আলোচক হিসেবে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন।

সভায় ডা. আবু সাদাৎ বলেন, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে- সবচেয়ে বেশি মশার লার্ভা পাওয়া যায় এমন কয়েকটি স্থানের মধ্যে নির্মাণাধীন ভবন অন্যতম। তাই নির্মাণাধীন ভবনে যেন এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সেজন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা সচেতন হলে ডেঙ্গুর প্রতিরোধ করা অনেকাংশেই সহজতর হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া নির্মাণ শ্রমিকরা এসময় ডেঙ্গু রোগ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com