প্রথম দিনেই ফেরি পারাপারে অবর্ণনীয় দুর্ভোগ

সংস্কারকাজ শুরু হওয়ায় ৩ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামের কালুরঘাট সেতু। মঙ্গলবার (১ আগস্ট) সকালে সেতুর দুই প্রবেশমুখে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আগের সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী নদীতে ফেরি দিয়ে গাড়ি পারাপার শুরু হয়।

এদিকে, কথা ছিল দুই পাশে দুই ফেরি দিয়ে গাড়ি এবং লোকজন পারাপার হবে। এছাড়াও স্ট্যান্ডবাই একটি ফেরি থাকবে। তবে প্রথম দিনে ফেরি ছিল মাত্র একটি। এটি দিয়ে দুই পাশের গাড়ি পারাপার হয়েছে। এ কারণে নদীর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা লোকজনকে ফেরির জন্য অপেক্ষায় থাকতে হয়েছে। আবার সেতুতে উঠার পাটাতন পানিতে ডুবে গেছে। এজন্য পানির ওপর দিয়ে লোকজনকে ফেরিতে উঠতে হয়েছে। সবমিলিয়ে নদী পার হতে যাওয়া লোকজনকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়েছে।এছাড়া প্রথম দিন সেতুর দুই পাশে যানজট সৃষ্টি হওয়ায় বেশিরভাগ মানুষ হেঁটে সেতু দিয়ে নদী পার হয়েছেন। সংস্কারকাজ পুরোপুরি শুরু হওয়ায় আগামীকাল (বুধবার) থেকে সেই সুবিধাও বন্ধ হয়ে যাবে। এতে আগামীকাল থেকে আরও দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের।বোয়ালখালী উপজেলার বাসিন্দা ও ব্যবসায়ী মো. ইদ্রিস ঢাকা পোস্টকে বলেন, আজকে শহর ফেরার সময় শুধু ফেরিতে উঠতে তিন ঘণ্টা লেগেছে। ফেরিঘাট এলাকায় তীব্র যানজট। একটি মাত্র ফেরি। এটি একবার গিয়ে আবার আসতে ঘণ্টার কাছাকাছি লাগছে। আমাদের বোয়ালখালী উপজেলার মানুষের আর দুঃখ যাচ্ছে না।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com