শেখ হাসিনার কাছে ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ, প্রমাণিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বলেন, ‘এটি এখন বিশ্ববাসীর কাছে প্রমাণিত।’ 

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। বঙ্গবন্ধু কন্যার কাছেই দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ।’

নাছিম বলেন, ‘পঁচাত্তরের খুনিরা, একাত্তরের খুনিরা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিঃশেষ করতে, তার সরকারকে উৎখাত করতে, দেশের গণতন্ত্রকে পদদলিত করতে চায়। সেই দেশবিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য পুনরায় আমাদেরকে আরেকটি যুদ্ধ করতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন,  ‘যে কোনও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

বঙ্গবন্ধুর সফলতার কেন্দ্র বিন্দুতে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতার সাহসী সিদ্ধান্তের কারণে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে৷ আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।’

এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্বরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একই সঙ্গে কাগাগারে হত্যার শিকার জাতীয় চার নেতার প্রতিও শ্রদ্ধা জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com