বিএনপি দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চায় : আমু

১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় বিএনপি। তারা সংশোধনের মাধ্যমে আবারও সংবিধানকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চায়।

সোমবার (০৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনাকে সরিয়ে আবারও পাকিস্তান সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি। যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের গাত্রদাহ থাকবেই।

তিনি বলেন, কারাবন্দী খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। একজন কারাবন্দী নেত্রীর সঙ্গে দলের নেতাকর্মীদের দেখা করার ব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনা। আজ বিএনপি তাকেই সরানোর ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com