খাগড়াছড়ির মাইনী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিচু এলাকা। মেরুং ইউনিয়নে বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল রাত থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি।
তিনি আরও বলেন, মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে পানি কমবে না। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৬ শতাধিক পরিবার। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫ পরিবার।
এছাড়া মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙাবাজার এলাকায় পানির নিচে তলিয়ে গেছে সড়কের বিভিন্ন অংশ।
দীঘিনালার কবাখালী ইউপির চেয়ারম্যান জ্ঞান চাকমা জানান, আমার ইউপিতে ৪শ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলো নিজেদের আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছে। আমাদের আশ্রয়কেন্দ্রে এখনো কেউ অবস্থান করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম জানান, পানিবন্দি মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। আশ্রয়কেন্দ্রে যারা এসেছে তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে।