বহুল আলোচিত পাঁচ তারকা হোটেল ও অন্যান্য হোটেলের মধ্যে পার্থক্য কী তা জানতে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। এছাড়া অনলাইনে হোটেল বুকিং করতে গিয়েও এটি নিয়ে দ্বিধার মধ্যে পড়েন অনেকে। তবে এ বিষয়ে স্পষ্ট একটি ধারণা থাকলে অনেক ভুল থেকে রক্ষা পেতে পারেন।
এক তারকা হোটেল
যেটা সবাই ওয়ান স্টার হোটেল বলে চেনেন। যেখানে থাকার ব্যবস্থা খুব সাধারণ। সেখানে থাকতে খুব বেশি খরচও করতে হয় না। তবে শৌচাগার, পানি ও রুম সার্ভিস সুবিধা দেওয়া হয়।দুই তারকা হোটেল
টু-স্টার হোটেলের ভাড়া মধ্যম মানের হয়ে থাকে। সেখানে থাকতে আপনাকে দিন প্রতি অন্তত ১৫০০ টাকা খরচ করতে হবে। এখানে অতিথিরা এক তারকা হোটেলের চেয়ে একটু বেশি সুবিধা পেয়ে থাকেন।তিন তারকা হোটেল
থ্রি-স্টার হোটেলে রুমের আকার বেশ বড় হয়। এছাড়া এতে এসি ও ইন্টারনেট সুবিধা দেওয়া হয়। এছাড়াও রয়েছে পার্কিং সুবিধা। এ হোটেলে থাকতে গেলে আপনাকে দিন প্রতি অন্তত ৩-৪ হাজার টাকা গুণতে হবে।চার তারকা হোটেল
ফোর স্টার হোটেলগুলোতে স্যুট রুম ও বাথরুমে বাথটাবের সুবিধা রয়েছে। সেখানে মিনি বার ও ফ্রিজ থাকে। এ ছাড়া রুমের আকার অনেক বড় হয়। এখানে রুম ভাড়া নিতে আপনাকে দিন প্রতি অন্তত ৫ থেকে ৭ হাজার টাকা গুণতে হবে। পাঁচ তারকা হোটেল
বাংলাদেশে অনেক পাঁচ তারকা হোটেল রয়েছে। সর্বোচ্চ রেটিং যুক্ত এ হোটেলগুলো অন্যান্য হোটেলের চেয়ে বেশি ও বিলাসী সুবিধা প্রদান করে। এতে জিম ও সুইমিং পুল থাকে। সেখানে আপনি যত টাকা খরচ করবেন তত বেশি সুবিধা নিতে পারবেন।