বাসা বদলানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

কর্মব্যস্ত নগর জীবনে অনেকেই বাসা ভাড়া নিয়ে থাকেন। কখনো নিজের বা পরিবারের প্রয়োজনে বাসা বদলাতে হয়। ঠিকানা বদলের এই কাজটি সবার কাছেই ঝামেলার। সবচেয়ে বেশি চিন্তা করতে হয় মালপত্র নিয়ে।

মালপত্র এক জায়গা থেকে অন্যত্র সুরক্ষিতভাবে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বাসা বদলানোর সময় সঠিক পরিকল্পনা করলে অনেক ঝক্কি ঝামেলা থেকেই রেহাই পাওয়া যায়।

এক.
বাসা বদলের সিদ্ধান্ত হুট করে নেবেন না, হাতে সময় নিয়ে সিদ্ধান্ত নিন। গুরুত্বপূর্ণ এ বিষয়ে একদমই তাড়াহুড়ো করা ঠিক হবে না। এছাড়া পুরনো বাড়ি ছাড়ার মাসখানেক আগে থেকে মালপত্র গোছগোছ শুরু করে দিন। প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল ব্যাগে ভরে নিন। একই সঙ্গে কাচের জিনিসগুলো কাগজে মুড়িয়ে নিন।

দুই.
আগের বাসা ছাড়ার আগে মিস্ত্রি ডেকে ফ্রিজ, এসি ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী খুলে নিন। বাড়ি পাল্টানোর আগে এটা বড় কাজ। এগুলো ভাল করে বাক্স করে  বেঁধে নিন। নতুন বাসায় গিয়ে খুলবেন।তিন.
আসবাবপত্র গুলোতেতে কাপড় জড়িয়ে ভালো করে বেঁধে নিন, তাহলে সম্ভাব্য ক্ষতিগুলো এড়িয়ে যেতে পারবেন। এছাড়া ধুলোও পড়বে না। মালামাল গাড়িতে তোলার আগে ভালো করে দেখে নিন সব মালামাল সুরক্ষিত আছে কি না।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com