চ্যাটজিপিটির কারণে আয় কমেছে এই তরুণীর

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের কারণে অনেক মানুষের চাকরি যাবে এমনটা শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই। এবার এই আশঙ্কা সামান্য হলেও সত্যি হলো। চ্যাটজিপিটির কারণে আয় কমেছে এক ভারতীয় তরুণীর।

ভারতের কলকাতার স্মরণ্যা ভট্টাচার্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে কপিরাইটার এবং এসইও অপটিমাইজেশনের কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে থাকার জন্য তিনি এই কাজ করতেন। কিন্তু চ্যাটজিপিটি আসার পর তার লেখালিখির কাজ উল্লেখযোগ্যভাবে কমেছে।

কলকাতার গণমাধ্যমগুলো বলছে, এসইও অপটিমাইজ করার কাজ করে মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করতেন এই তরুণী। স্মার্টফোন ব্যবহার করেই তিনি কাজগুলো করতেন। কাজ করে সংসার এবং পড়াশোনা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু ২০২২ সালের শেষের দিক থেকে স্মরণ্যার কাজ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। তার প্রতিষ্ঠান থেকেও কিছু জানানো হচ্ছিল না। পরে স্মরণ্যা বুঝতে পারে চ্যাটজিপিটির কারণেই এমনটা হয়েছে। স্মরণ্যার আয় গত কয়েক মাসে প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

জানা গেছে, স্মরণ্যা এই মুহূর্তে বায়োলজিক সায়েন্স নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে পড়াশোনা করছেন। চাকরি হারানোর ভয়ে চিন্তিত এই তরুণী।

স্মরণ্যা বলেন, আমার কাজ কমতে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছি। গত কয়েক মাস আমার জীবনে একটা বড় ঝড় বয়ে গেছে।

কৃত্তিম বুদ্ধিমত্তা পুরোপুরিভাবে বাজারে এলে বহু মানুষের চাকরি চলে যাবে, এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com