পাবনায় দেড় কেজি গাঁজাসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

পাবনার আটঘরিয়ায় দেড় কেজি গাঁজাসহ শারমিন আক্তার (৩০) নামে পৌরসভার এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (০৯ আগষ্ট) রাতে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে শহরের মেরিল বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার শারমিন আক্তার আটঘরিয়া উপজেলার দেবোত্তর মহল্লার আতিয়ার রহমানের মেয়ে ও মো. নিজামুল হকের স্ত্রী। তিনি আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নারী কাউন্সিলরের আড়ালে জেলাজুড়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছে শারমিন আক্তার। নারীদের দিয়ে মাদকদ্রব্য বিক্রির একটি চক্র গড়ে তুলেছে সে। উঠতি বয়সী তরুণীদের দিয়ে জেলার প্রত্যন্ত অঞ্জলে মাদক সরবরাহ করে যাচ্ছে। এমনকি জেলার বাইরেও তারা মাদকের সাপ্লাই দিয়ে যাচ্ছে। সেদিন টার্মিনাল এলাকায় বেশ কয়েকজন নারী মাদক কারবারি মাদক বিক্রি করার জন্য এসেছে এবং মাদক পাচারের মিটিং করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন বলেন, মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার সন্ধার দিকে পাবনা সদর থানায় সোপর্দ করলে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়। এমন একাধি চক্র পাবনায় গড়ে উঠেছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com