ছোটখাটো আমল জান্নাত নিশ্চিত করে যেভাবে

যার যার সাধ্য অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান। অবশ্য এই মুহূর্তে বাইরের মানুষের চেয়ে দুর্গতদের পারস্পরিক সহযোগিতা বেশি জরুরি।

বাড়ি বা আসবাবপত্রের মায়া না করে সুযোগ থাকলে আপনার আশপাশের কাঁচাঘরের বাসিন্দাদেরকে নিজের দালানে তুলে নিন। ঘরে থাকা খাবার কষ্টে থাকা প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করুন। স্বার্থপরতার সীমানা ভেঙে মানবতার কল্যাণে বেরিয়ে আসার সুবর্ণ সময় এটি।

এ ধরনের ছোটখাটো আমল একজন ঈমানদারের জান্নাত নিশ্চিত করে দিতে পারে।

সুযোগ বুঝে দুর্গত মানুষদের পকেট কাটবেন না। বেঁচে থাকলে টাকা উপার্জনের সুযোগ বহু আসবে। কিন্তু জান্নাত এত কাছে সব সময় আসে না। সুতরাং মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখুন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা, যারা মানুষের কল্যাণে নিজেকে বেশি নিবেদিত রাখে (তাবরানী ছাগীর)।

মহান আল্লাহ বানভাসী মানুষ ও পশুপাখির কষ্ট লাঘব করুন। সবাইকে হেফাজত করুন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন টিম চট্টগ্রামের পথে। সম্ভাব্য সহযোগিতার কাজ আমরা শুরু করেছি। তবে ডোনেশন গ্রহণ এখনো আরম্ভ হয়নি। হলে আপনাদের জানাবো ইন শা আল্লাহ।

যাদের আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করার সামর্থ নেই, তারা অন্তত বানভাসী মানুষের জন্য দোয়া করতে পারি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com