ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না : আবদুস সবুর

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের উন্নয়নে বারবার বাধা দিয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যাত্রা রোধ করতে সন্ত্রাসী কায়দায় আন্দোলন করছে। বিএনপি-জামায়াত জানেই না, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধ্বংস করা যায় না।

শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরণকালীন পথসভায় এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুষ্কৃতিকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিতে চেয়েছিল। তাদেরই উত্তরসূরিরা নানা ষড়যন্ত্র করে ২১ আগস্ট ঘটিয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সফল হয়নি। এ দেশের জনগণ তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারসহ বিটেশ্বর ইউনিয়ন ও দাউদকান্দির আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com