কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই যুবকের নাম শাহেদুল ইসলাম (২২)। তিনি কক্সবাজার সদরের পশ্চিম লারপাড়া এলাকার আজিম আলীর ছেলে।
শুক্রবার (১১আগস্ট) বিকেল ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাহবুবা মুনা।
তিনি জানান, বিকেলে সুগন্ধা পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে আসেন শাহেদুল। গোসল করার একপর্যায়ে পানির স্রোতের টানে ভেসে যান তিনি। সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি লাইফ গার্ড কর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।
এখনও উদ্ধার কার্যক্রম চলছে বলেও জানান মাহবুবা মুনা।
Please follow and like us: