কলেজ পড়ুয়া পরিচয় দেওয়া এক তরুণীর ফাঁদে পড়ে প্রায় ২৪ হাজার টাকা খুইয়েছেন এক অটোচালক। তরুণীকে সহায়তা করতে গিয়ে উল্টো প্রতারণার শিকার হয়েছেন শিবকুমার নামে ৫৮ বছর বয়সী এই অটোচালক। পরে সহায়তা চাইতে পুলিশের কাছেও গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অটোচালক শিবকুমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে এক তরুণী তাকে গন্তব্যে পৌঁছে দিতে বলেন। দুজনের গন্তব্য একদিকে হওয়ায় ওই অটোচালক তরুণীকে নিয়ে রওনা হন। এ সময় ফোনে এক বন্ধুর সঙ্গে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে বলছিলেন অটোচালক—যা ওই তরুণী শুনেছেন।
তখন তরুণী তার কাছে ফোন পে নম্বর চান। অটোচালক ভেবেছিলেন ভাড়া দেওয়ার জন্য হয়তো চাইছেন। এরপর অটোচালক তার বন্ধুর সঙ্গে দেখা করে নগদ ২৫ হাজার টাকা নেন। একটু পর ওই তরুণী অটোচালককে জানান তার কলেজে অনলাইন পেমেন্ট নেয় না। কিন্তু তার টাকা অনলাইনে আছে। তাকে ক্যাশ টাকাগুলো দিলে তিনি অটোচালককে অনলাইনে টাকা দিয়ে দেবেন। এতে তরুণীর একটু উপকার হবে।
ওই তরুণীর কথায় বিশ্বাস করে তাকে ২৩৪০০ টাকা দেন শিবকুমার। তখন সেই তরুণী তাকে জানান, ভাড়াসহ অনলাইনে ২৩৫০০ টাকা দিয়েছেন। তবে অটোচালক মেসেজ দেখার আগেই ওই তরুণী কলেজে ঢুকে পড়ে। এরপর শিবকুমার বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এ ঘটনার পর ভুক্তভোগী অটোচালক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যায়।