জুলুম নির্যাতন বন্ধ না হলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে : ড. আসাদুজ্জামান রিপন।

বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের পথ থেকে সরকার পিছপা না হলে দেশ চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিপন বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে, মিথ্যা মামলা ও নির্যাতন চালিয়ে, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোনো ক্রমেই ধ্বংস করা যাবে না।’

তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সরকার গণতান্ত্রিক আচার-আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তারের পাশাপাশি চলছে হত্যা ও গুম।’

প্রসঙ্গত, গত ১৯ জুলাই পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে মাসুদ মাদবর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব হাওলাদার ও ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কাজীকে আসামি করার প্রতিবাদে এ বিবৃতি দেয়া হয়েছে।

রিপন অবিলম্বে মাকসুদ আহমেদ বায়েজিদ পান্নাসহ বিএনপির নেতাকর্মীরে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘সম্পূর্ণ পরিকল্পিত ও অসৎ উদ্দেশ্যে এবং ষড়যন্ত্রমূলকভাবে জেলা বিএনপির সিনিয়র নেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে।’

তিনি অবিলম্বে পটুয়াখালী জেলা বিএনপির তিন নেতার নামে মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৩:৩৪)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com