ফ্লাইটে কিশোরীর পাশে বসে হস্তমৈথুন, চিকিৎসক আটক

ফ্লাইটের মধ্যে হস্তমৈথুন করার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়ান-আমেরিকান এক চিকিৎসককে। মাঝ আকাশে ফ্লাইটের মধ্যে ১৪ বছরের এক কিশোরীর পাশের আসনে বসে হস্তমৈথুন করার অভিযোগ রয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

আর এরপরই ৩৩ বছর বয়সী ওই চিকিৎসককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শনিবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিমার্কিন অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, অভিযুক্ত চিকিৎসকের নাম সুদীপ্ত মোহান্তি। গত বছরের মে মাসে হনলুলু থেকে বোস্টনগামী একটি ফ্লাইটে এই ঘটনাটি ঘটে। আর সেই অভিযোগে বৃহস্পতিবার ম্যাসাচুসেটস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিমানে অশ্লীল কাজ করার অভিযোগ আনা হয়েছে।এই অভিযোগ সংক্রান্ত এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত সুদীপ্ত মোহান্তি বোস্টনের বেথ ইসরায়েল ডেকোনেস মেডিকেল সেন্টারের চিকিৎসক। নিজের এক নারী সঙ্গীর সঙ্গে হনুলুলু থেকে ফিরছিলেন তিনি। সেই ফ্লাইটে ১৪ বছরের কিশোরীর পাশে বসেছিলেন তিনি। আর ভুক্তভোগী কিশোরী তার দাদা-দাদির সাথে ভ্রমণ করছিলেন।

বোস্টনগামী ওই ফ্লাইটটি প্রায় অর্ধেক পেরিয়ে আসার পর ওই কিশোরী তার পাশের আসনে বসা মোহান্তির পা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় আর তা পা ওঠা-নামা করতে দেখতে পান। কম্বল সরে যেতেই তিনি বুঝতে পারেন, হস্তমৈথুন করছেন ওই ব্যক্তি।

তখন ওই কিশোরী তার নিজের আসন ছেড়ে অন্য সারিতে গিয়ে ফাঁকা এক আসনে বসেন। পরে বোস্টনে নেমে বিষয়টি পরিবারের লোককে জানায় ভুক্তভোগী ওই কিশোরী। এমনকি বিষয়টি এয়ারলাইন্স কর্তৃপক্ষকেও জানানো হয়।

যদিও নিউইয়র্ক পোস্টের মতে, তদন্তে তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক। এছাড়া ‘তার সেময়ের ঘটনা’ মনে নেই বলেও দাবি করেন অভিযুক্ত এই ব্যক্তি।

এনডিটিভি বলছে, গ্রেপ্তারের পর মোহান্তিকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ফেডারেল আদালতে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে ফ্লাইটে একটি কিশোরীর সামনে অশ্লীল কাজ করার অভিযোগ আনা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com