অভিনয় ও রাজনীতির মাঠ দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন টালিউডের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। পরিশ্রম করতে ভয় পান না এই অভিনেত্রী। তার বিশ্বাস একটু দেরি হলেও লক্ষ্যে পৌঁছাবেন। তবে রাজনীতিটা তিনি প্রতিদিনই শিখছেন। জন্মদিনের আগে আনন্দবাজারের সঙ্গে আলাপকালে জানিয়েছেন ভেতরের আরও অনেক তথ্য-
রাজনীতির মাঠে পথচলা নিয়ে সায়ন্তিকা বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি। কিন্তু বইয়ের পাতা আর রাজনীতির মাঠে অনেক পার্থক্য। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় মাত্র ৭৩৫ ভোটে হেরে যাই। আমার জীবনের অন্যতম দুঃখের একটা দিন। মানুষ জয়ীকেই মনে রাখেন। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতি করায় আমাকে অনেকেই কটু কথা বলেছেন। কিন্তু তারা জানে না; আমি প্যাশনকে পেশা বানিয়েছি। উপার্জন না করলে পরিবারকে দেখব কী ভাবে?’
তিনি বলেন, ‘‘আমার প্রশ্ন ছিল, আমি কেন হারব? ভোট চেয়ে হাত নেড়ে চলে যাবো, আমি সেই ধারণাটাই ভাঙতে চেয়েছি। বাঁকুড়ার মানুষকে যা কথা দিয়েছি, কাজের মাধ্যমে তা প্রমাণ করেছি। রাজনীতি এখন আমার কাছে ‘অ্যাসিড টেস্ট’-এর মতো।’’
তবে জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে অভিনয় ও রাজনীতির মধ্যে কোনও একটিকে বেছে নিতে বললে কী করবেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘আমি তো একজন শিল্পী। আমার কাছে অভিনয় সব সময়ই প্রথম ভালবাসার মতো। এটা ছাড়তে পারব না। তবে এখন রাজনীতিতেও আমার আসক্তি জন্মেছে।’
সায়ন্তিকা কি এখন ‘সিঙ্গেল’ এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘সম্পর্কে জড়ানোর অপেক্ষায় আছি। হেসে বলেন, কিন্তু কার সঙ্গে প্রেম করব, সেটাই বুঝে উঠতে পারছি না।’