ঢাকা কলেজে শিখন ঘাটতি পূরণে নিয়মিত ক্লাস বাধ্যতামূলক

ঢাকা কলেজের স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ষসমাপণী বা চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে। মূলত শিখন ঘাটতি পূরণ, চূড়ান্ত পরীক্ষায় ফল বিপর্যয় রোধ এবং শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

রোববার (১৩ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, ঢাকা কলেজের অনার্স ১ম বর্ষ (২০২১-২০২২), ২য় বর্ষ (২০২০-২০২১) এবং ৩য় বর্ষ (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের ক্লাস স্ব স্ব বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরুর আগ পর্যন্ত চলমান থাকবে। বিষয়টি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বিভাগীয় প্রধানদের জানানো হয়। ইতোমধ্যে ক্লাসও শুরু হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণ সম্পন্ন হওয়ার পরও পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে।

শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ ও পরীক্ষার জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে অধ্যক্ষ বলেন, আমরা চাই ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্টে যেন ভালোর ধারাবাহিকতা বজায় থাকে। সে জন্যই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। এরমধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করে সিলেবাসের আলোকে প্রস্তুতি নিতে পারবে।

অপরদিকে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ইতোমধ্যেই প্রতিটি বিভাগ থেকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স ক্লাস মনিটরিং কমিটির আহ্বায়ক অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় যথার্থ প্রস্তুতি না নিয়ে অংশ নিলে রেজাল্ট ভালো করা যাবে না। তাছাড়া শর্ত অনুসারে শুধু পাশ করলেই হবে না, পূরণ করতে হবে সিজিপিএ শর্ত।

তিনি জানান, সিজিপিএ শর্তে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর জন্য ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন পেতে লাগবে ২.০০ পয়েন্ট,  ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে ২.২৫ পয়েন্ট, ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে ২.৫০ পয়েন্ট ও অনার্স ডিগ্রি প্রাপ্তির জন্য চূড়ান্ত সিজিপিএ লাগবে ২.২৫।

বিজ্ঞান অনুষদের জন্য ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত (সব বর্ষে) ২.০০ পয়েন্ট এবং অনার্স ডিগ্রি প্রাপ্তির জন্য চূড়ান্ত সিজিপিএ লাগবে ২.৫০ পয়েন্ট।

কলা অনুষদের জন্য ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত (সব বর্ষে) ২.০০ পয়েন্ট এবং অনার্স ডিগ্রি প্রাপ্তির জন্য চূড়ান্ত সিজিপিএ লাগবে ২.০০।

বাণিজ্য অনুষদের জন্য ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন পেতে লাগবে ২.০০ পয়েন্ট, ২য় বর্ষ থেকে ৩য় বর্ষ ২.২৫ পয়েন্ট,
৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষ ২.৫০ পয়েন্ট এবং অনার্স ডিগ্রি প্রাপ্তির জন্য চূড়ান্ত সিজিপিএ লাগবে ২.৫০ পয়েন্ট। এসব শর্ত পূরণে নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক বলেও জানান মনিটরিং কমিটির আহ্বায়ক অধ্যাপক পারভীন সুলতানা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com