ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর বৈঠক

নতুন অধিনায়কের নাম ঘোষণা শেষ। হাতে এসেছে বহুল প্রতিক্ষীত এশিয়া কাপের মূল স্কোয়াড। স্বাভাবিকভাবেই আজ থেকে অনুশীলনে সিরিয়াস ভাব আনতে চেয়েছিল জাতীয় দল। এমনকি রুদ্ধদ্বার অনুশীলনের ঘোষণা দিয়ে সেই কাজও অনেকখানি এগিয়ে রেখেছিল তারা।

রোববার (১৩ আগস্ট) দুপুর আড়াইটা থেকে এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টি সেটা আর হতে দেয়নি। সকাল থেকে টানা বৃষ্টির কারণে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম অনুশীলনের জন্য হয়ে পড়ে খেলার অনুপযোগী। যে কারণে মাঠের অনুশীলন আজ করতে পারেনি টাইগাররা।

তবে মাঠের অনুশীলন না হলেও ক্রিকেটারদের সঙ্গে এদিন বিসিবি ভবনে বৈঠকে বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে দলের বাকি কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন এ সময়।

আরও পড়ুন: যে কারণে ক্রিকেটারদের গোপন অনুশীলন  

এরপর বিকেল চারটার দিকে বিসিবি থেকে জানানো হয়, আজ আর স্কিল অনুশীলন হচ্ছে না। দিনের বাকি সময় ক্রিকেটাররা মিটিংয়ের পর কয়েকজন যাবেন জিম বা ইনডোরে। অবশ্য গতকালের মতো এদিনও মাঠে দেখা যায় মনোবিদ ফিল জন্সিকে। টাইগারদের মিটিংয়েও উপস্থিত থাকতে দেখা যায় তাকে।এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে মনোবিদ হিসেবে ছিলেন জন্সি। আসন্ন ভারত বিশ্বকাপকে সামনে রেখে আরও একবার টাইগার শিবিরে দেখা গেল তাকে। জানা গেছে, বিশ্বকাপেও দলের সঙ্গেই থাকবেন এই অজি মনোবিদ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com