বঙ্গবন্ধু সারা বিশ্বের বাঙালি জাতির সত্তা : গোলাম দস্তগীর গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব নেতা। বঙ্গবন্ধু ব্যক্তিত্বের কারণে বিশ্ব নেতাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। বঙ্গবন্ধুর মতো নেতা হাজার বছরে একজনই জন্মায়। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলা ভাষায় কথা বলতে পারি। স্বাধীন দেশে বাস করি। বঙ্গবন্ধু সারা বিশ্বে বাঙালি জাতির সত্তা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষ্যে রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী, গন্ধর্বপুর উত্তরপাড়া ঈদগাঁহ, গন্ধর্বপুর দক্ষিণপাড়া সাইনবোর্ড, কর্ণ‌গোপ, মাসা‌বো, বরপা এলাকায় আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা পদ্মা‌সেতুসহ দে‌শে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন ক‌রেছেন। একমাত্র কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সব ষড়যন্ত্র আর নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের কমান্ডার আমান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, আনছর আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি তান‌জির আহ‌মেদ রিয়াজ, উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম, তারাবো পৌরসভার কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, কাউন্সিলর রাসেল সিকদার, তারাবো পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসা‌দ্দেক হো‌সেন পান্নু, তারাবো পৌর যুবলীগের সাংগঠ‌নিক সম্পাদক ছা‌রোয়ার হো‌সেন রা‌ছেল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপ‌তি ইমন হাসান খোকন, পৌর স্বেচ্ছা‌ সেবকলীগের সভাপ‌তি রা‌সেল আহ‌মেদ, সাধারণ সম্পাদক মিথুন ভুঁইয়া, পৌর শ্র‌মিকলীগের সাধারণ সম্পাদক শা‌হিন খান, পৌর ছাত্রলীগের সভাপতি আউলাদ হোসেন বাদলসহ অ‌নে‌কে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com