যে পথে ঘাতকের ট্যাঙ্ক, সে পথে মুক্তিযোদ্ধা সন্তানদের ‌আলোর মিছিল

১৯৭৫ সালের ১৫ আগস্টকে স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ৪৮টি মশাল নিয়ে ‘আলোর মিছিল’ করেছে মুক্তিযোদ্ধা সন্তানরা।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের পূর্বপ্রান্তে বঙ্গবন্ধু স্কয়ারের কাছে টিএন্ডটি মাঠের সামনের যাত্রী ছাউনি থেকে এই আলোর মিছিলের যাত্রা শুরু করে সংগঠনটির সদস্যরা। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।আলোর মিছিলের আগে বক্তব্য রাখেন ‘আমরা মুক্তিযুদ্ধের সন্তান’ সংগঠনের সদস্যরা।এসময় ‘আলোর মিছিল’ কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু হত্যা মামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলাসহ অনেক আলোচিত মামলার অন্যতম তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণিপেশার নেতারা।মিছিলপূর্ব সমাবেশের সভাপতিত্ব করেন ‘আমরা মুক্তিযুদ্ধের সন্তান’ সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com