শোক দিবসে ১০ হাজার মানুষের কাঙালি ভোজের আয়োজন কাদের মির্জার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে ১০ হাজার মানুষের কাঙালি ভোজের আয়োজন করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।

১৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে পৌরসভার মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে কোরআনখানির আয়োজন করা হয়েছে। পরে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পৌরসভার মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে দুপুরে ১০ হাজার গরিব দুস্থদের কাঙালি ভোজ খাওয়ানো হবে। এই জন্য আমাদের সকল প্রস্তুতি শেষ। শোককে শক্তিতে রুপান্তর করে আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা ও আমাদের নেতা ওবায়দুল কাদেরের হাতকে শক্তিশালী করবো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com