নোয়াখালীর সেনবাগে উপজেলা ভূমি অফিসের পুকুর থেকে আজগর ইকবাল (২৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজগর নোয়াখালী সেনবাগ উপজেলার অজুর্তলা ইউনিয়নের অর্জুনতলা গ্রামের দক্ষিণ গোরকাটা জিতু মিয়ার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সে মানসিকভাবে অসুস্থ ছিলে বলে জানা গেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Please follow and like us: