আগামী দু’একদিনের মধ্যে সৌদি আরবের মক্কা, তাইফ, মায়সান, আদহাম, আর আরদিয়াত, আসির, আল বাহা, জাজান ও আল কামিল শহরে বর্জবিদ্যুৎসহ ভারী বর্ষণ হতে পারে। এর বাইরে রাজধানী রিয়াদ, মদিনা, তাবুক ও নাজরান শহরে হতে পারে হালকা থেকে মাঝারি মাত্রার বর্ষণ।
সৌদির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ দ্য জেনারেল ডিরেক্টোরেট অব সিভিল ডিফেন্স সোমবার এক বিবৃতিতে এই পূর্বাভাস জানিয়েছে। বিবৃতির তথ্য অনুসারে, রাজধানীর হাওতাত বানি তামিম, আল আফলাজ, আস সুলাইল, আল খারজ, আল হারিক এবং আল শারকিয়া এলাকায় হতে পারে মাঝারি মাত্রার বর্ষণ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে— এমন অঞ্চলগুলোতে হড়কা বান এবং ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এছাড়া বৃষ্টি শুরু হওয়ার পূর্বে প্রবল বাতাসে ধূলিঝড়ও হতে পারে।
ঝড়-বৃষ্রি সময় নাগরিক ও বাসিন্দাদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছে বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ। সেই সঙ্গে যেসব এলাকায় ভূমিধস ও হড়কা বানের আশঙ্কা রয়েছে, সেসব অঞ্চলের লোকজনকে বিশেষভাবে সতর্ক থাকা এবং বিপদ টের পেলেই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।